আইফোন ১৪ ভারতে তৈরি করছে অ্যাপল

আইফোন ১৪ ভারতে তৈরি করছে অ্যাপল

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের কারণে এবার আইফোন ১৪ ভারতীয় কারখানায় উৎপাদন শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে আইফোন ১৪ তৈরির যন্ত্রাংশ ভারতের চেন্নাই কারখানায় পাঠানো এবং সেখানে অ্যাসেম্বল করার প্রক্রিয়া শুরু করেছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন।

জানা গেছে, অক্টোবর বা নভেম্বরের শেষ নাগাদ ভারতে প্রথম আইফোন ১৪ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল।

গত সপ্তাহে নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি প্রতিষ্ঠানটির সরবরাহকারীরা ভিয়েতনামে প্রথমবারের মতো অ্যাপল ওয়াচ ও ম্যাকবুক উৎপাদনের পরিকল্পনা করছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কারখানায় পরীক্ষামূলকভাবে অ্যাপল ওয়াচ তৈরি শুরু করেছে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান লাক্সশেয়ার প্রিসিজন ইন্ডাস্ট্রি ও ফক্সকন।

প্রথমবারের মতো চীনের বাইরে অ্যাপল ওয়াচ তৈরি করল চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানগুলো। চীনের বাইরে অ্যাপলের গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে আগে থেকেই আস্থা অর্জন করেছে ভিয়েতনাম। এতদিন ভিয়েতনাম কারখানাগুলোয় আইপ্যাড ট্যাবলেট ও এয়ারপড ইয়ারফোন তৈরি হয়ে আসছিল।

এদিকে জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামে ২০২৩ সালের মধ্যে সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ তৈরি করবে স্যামসাং। নিজেদের শিল্পোৎপাদন খাতে বৈচিত্র্য আনার লক্ষ্যে এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি। ভিয়েতনাম কারখানায় সেমিকন্ডাক্টর উৎপাদন হবে স্যামসাংয়ের তৃতীয় পণ্য। এর আগে স্মার্টফোন ও গৃহস্থালি পণ্য উৎপাদন হয়ে আসছিল স্যামসাংয়ের বৃহত্তম কারখানায়।

আপনি আরও পড়তে পারেন