জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সুয়েব (২৫) ও নারী নির্যাতন মামলার আসামী হাসিম(৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২৫ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার এনায়েত নগর গ্রাম নিবাসী মোঃ আলীনুর এর ছেলে মোঃ সুয়েব(২৫) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন ( মামলা নং- জিআর ১৫/১৯ ( মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৯ ( ক)।সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল।
এছাড়াও একই তারিখে জগন্নাথপুর থানা পুলিশ একাধিক মামলার আসামী জগন্নাথপুর উপজেলার ঐরাকোণা গ্রাম নিবাসী  মৃত  ইস্কন্দর আলীর ছেলে মোঃ আব্দুল হাসিম (৫০) কে গ্রেপ্তার করেন (জগন্নাথপুর থানার মামলা নং-০৬ তারিখঃ- ২৫/০৮/২০২২ইং,ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২৩) এর (৯)৪(খ) এর এজাহার নামায়ী আসামী। উক্ত আসামী জগন্নাথপুর থানার মামলা নং ২০(০৪)১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড,  জগন্নাথপুর থানার মামলা নং ১১(০৪)১৮, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, জগন্নাথপুর থানার মামলা নং ১৬(১০)১৩ ধারা- নাঃ শিঃ নিঃ দঃ আইন ২০০০ ( সংশোধনী২০০৩) এর ৭/৩০, ও জগন্নাথপুর থানার মামলা নং ০৮(০৩)১৩, ধারা – ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড এর অভিযুক্ত আসামী।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, পলাতক আসামী সুয়েব ও আব্দুল হাসিমকে গতকাল গ্রেপ্তার করা হয়। আসামীদ্বয়কে আজ ২৬ শে আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী আব্দুল হাসিম এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আপনি আরও পড়তে পারেন