নবাবগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিকদার, ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু, দেবাশিষ চন্দ্র সহ নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। জানা যায়, এবছর নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ১৮৪টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন