নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

নজরুল ইসলাম লিখন ঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল।
গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে মনোনয়ন জমার শেষ দিনে চন্দন শীল ছাড়া অন্য কোনো চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় চন্দন শীলকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানিয়েছেন, চেয়ারম্যান পদে একজনই মনোনয়নপত্র জমা দিলেও সদস্য ও মহিলা (সংরক্ষিত) সদস্য পদে মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চন্দন শীলের পক্ষে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য একেএম সেলিম ওসমান, আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা অংশ নেন। এরপর সেখান থেকে দলের সবাইকে নিয়ে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন চন্দন শীল।
এছাড়া আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রূপগঞ্জ থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন রূপগঞ্জ ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা আনছর আলী, সংরক্ষিত ( রূপগঞ্জ,আড়াইহাজার,সোনারগাঁ) ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাবেক জেলা পরিষদের সদস্য শ্রীমতি সীমা রানী পাল (শীলা পাল)।
বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ইউপি সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়াসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্রের খবর সাধারণ সদস্য পদে আনছর আলী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
উল্লেখ্য ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর । ভোট গ্রহণ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।###

 

 

আপনি আরও পড়তে পারেন