সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও সদস্য পদে ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছেন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও সদস্য পদে ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছেন
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
সমাগত সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী ঘরনার দুই জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এবং সদস্য পদে ৫৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে সুত্রে জানা গেছে।
সুত্রে জানাযায়, সারা দেশের ন্যায় অন্যান্য জেলার ন্যায় আগামী ১৭ ই অক্টোবর সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন এর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল ১৫ ই সেপ্টেম্বর। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি এডভোকেট ড. খায়রুল কবির রুমেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল হুদা মুকুট নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন।মনোনয়ন জমাদানকালে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় সরকারের অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও এই নির্বাচনে সদস্য পদে ৫৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তমধ্যে সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট এর সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল হক, আব্দুল ওদুদ, আবুল বরকত, মোঃ মাইনুল্লা, আব্দুর রশীদ, আব্দুল হাই, শাহীন মিয়া, শহীদুল ইসলাম, রাইজুল ইসলাম,সোহেল আহমেদ, মিলন মিয়া, নোমান আহমদ, আব্দুল বাছিত সুজন, আলী আহমদ ও বদরুল ইসলাম মিফতাহ সহ বিপুল সংখ্যক ইউপি সদস্য। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ এর অনেক নেতাকর্মী। এবং চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমাদানকালে এডভোকেট ড. খায়রুল কবির রুমেন এর সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু,ছাতক উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রবিউল লেইস রোকেস, সাধারন সম্পাদক এডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দলীয় নেতা ইশতিয়াক শামীম শাহ আবু নাসের, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল হোসেন, জুবায়ের আহমদ হিমু, আলমগীর খসরু, নূরে আলম সিদ্দিকী, আবুল হাসান, আব্দুল হক ও ছাতক পৌর সভার কাউন্সিলর তাপস চৌধুরী প্রমূখ।
এ ব্যাপারে সুনামগঞ্জ  জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল ১৫ ই সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১৮ ই সেপ্টেম্বর  মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং  আগামী ১৭ ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন