নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার
মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবেরচর গ্রামের পুরাতন ব্রম্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)।সিফাত ও এয়াসিন সম্পর্কে চাচা-ভাতিজা।অন্যজন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত শামীমের আগামী ২৫ সেপ্টেম্বর ওমানে যাওয়া কথা ছিল।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল ব্রিজের কাছে সিফাত ও ইয়াসিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এছাড়াও দুর্ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নামকাইল এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে শামীমের মরদেহ ভেসে উঠলে সেটিও উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী  বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদে
নৌকা বাইচ চলাকালীন দর্শনার্থীদের ড্রলার ডুবে এ দূর্ঘটনা ঘটে।

আপনি আরও পড়তে পারেন