ডা. মধু সুধন ধর এর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

ডা. মধু সুধন ধর এর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন
হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ)+ স্টাফ রিপোর্টারঃ
ডা. মধু সুধন ধর এর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনতা, সামাজিক ও ক্রীড়া সংগঠন এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর এর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনতা ও বাসুদেববাড়ী আইডিয়াল ও থান্ডার ক্রিকেট ক্লাব জগন্নাথপুর এর আয়োজনে আজ ৫ ই অক্টোবর রোজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন ভূ্ঁইয়া’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আকমল হোসেন ভূ্ঁইয়া’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান কাউন্সিলর মোঃ শফিকুল হক, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র,  জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না,জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি পীর ছালিক আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখা শ্রমিক লীগের আহবায়ক মোঃ নূরুল হক, সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর সভাপতি শামীম আহমদ,  জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ব্যবসায়ী সঞ্জয় দাস, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত কান্তি দেব, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল হাসান রূপা ও নিশিকান্ত দাস প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী,  জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর মোঃ জিতু মিয়া, কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন,সাংবাদিক আলী আসকর ইমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন, সাংবাদিক আলী হোসেন খান,শামীম, আক্তার, জাহাঙ্গীর ও সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর সংশ্লিষ্ট সকল সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
বক্তারা তাদের বক্তব্য বলেন, গরীবের বন্ধু খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর এর সুচিন্তাধারার ফলে উপজেলাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা পাচ্ছি।  সম্প্রতি তাঁহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে  মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহেরর জোর দাবী জানাচ্ছি।

আপনি আরও পড়তে পারেন