জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) +স্টাফ রিপোর্টারঃ
হুমায়ূন কবীর ফরীদি,
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
আর মাত্র কয়েক দিন বাকী।চলতি সনের ২ রা নভেম্বর রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মোঃ আকমল হোসেন ( বাংলাদেশ আওয়ামী লীগ), আতাউর রহমান (স্বতন্ত্র) মুক্তাদির আহমদ ( স্বতন্ত্র), সৈয়দ তালহা আলম ( জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ) ও আব্বাস চৌধুরী (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, মোঃ আব্দুল মতিন লাকী, আবুল হোসেন লালন, মোঃ ছালেহ আহমদ ও সৈয়দ তুহেল মিয়া।মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী, রীনা বেগম ও সেলিনা বেগম ৬ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিলেট এর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা’র নিকট মনোনয়ন ফরম জমা দিয়ে ছিলেন। আজ ১০ ই অক্টোবর রোজ সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে এই ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন ফরম জমা দিয়ে ছিলেন।আজ যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।আগামী ১৭ ই অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ই অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২ রা নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন