পরিমাপে কম দেওয়ায় নালিতাবাড়ীর সাইজউদ্দিন পাম্পকে জরিমানা

পরিমাপে কম দেওয়ায় নালিতাবাড়ীর সাইজউদ্দিন পাম্পকে জরিমানা
মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
পরিমাপ অনুযায়ী প্রতি লিটারে ১০০ থেকে ১৫০ গ্রাম জ্বালানী তেল কম দেওয়ায় হাজী মোঃ সাইজ উদ্দিন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা দুইটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, নালিতাবাড়ীর নয়ানিকান্দায় (কাপাসিয়া) একমাত্র ফিলিং স্টেশন হাজী মোঃ সাইজ উদ্দিন ফিলিং স্টেশন এর কার্যক্রম শুরু হয় প্রায় ৫-৬ বছর আগে। ফিলিং স্টেশনটি যাত্রার শুরু থেকেই জ্বালানী তেল পেট্রোল, অকটেন ও ডিজেলে লিটারপ্রতি ১০০ থেকে ১৫০ গ্রাম করে কম দিয়ে আসছিল। এছাড়াও তেলের গুণগত মান নিয়েও রয়েছে প্রশ্ন। পাশাপাশি সম্প্রতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পেলে ডিপু থেকে দূরত্ব বেশি এবং এতে পরিবহণ ব্যয় বৃদ্ধির অজুহাতে লিটারপ্রতি এক টাকা বেশিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
এমতাবস্থায় বিভিন্ন সময় অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন