সিংড়ায় অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে ঘোরানো ৪ মাতব্বর গ্রেফতার

সিংড়ায় অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে ঘোরানো ৪ মাতব্বর গ্রেফতার
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার একটি ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে করা মামলায় চার গ্রাম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ৪ মাতব্বরগণ হলেন- আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহীম।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ প্রবাসীর ওই স্ত্রীকে দড়িতে বেঁধে রাখে এলাকার কয়েকজন।
তারা আরও বলেন, পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য সালিশ বসানো হয়। ওই সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে ১০০টি বাঁশের কঞ্চির বারি ও জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। সেই সঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ওই গৃহবধূ ১৩ জনের নামে মামলা করলে ওই চার জনকে গ্রেফতার করে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন