রাণীনগরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

রাণীনগরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

বিকাশ চন্দ্র প্রামানিক, নিজস্ব প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) ৪০টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের একটি রাস্তা সংস্কার ও ঈদগাঁ মাঠে মাটি ভরাটের কাজের উদ্বোধন করে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, নওগাঁ জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, সদর ইউপি মেম্বার সাইফুল ইসলাম, মহিলা মেম্বার ছালমা বেগমসহ অনেকই।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার আটটি ইউনিয়নে ৫টি করে মোট ৪০টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মোট ৯৭৭ জন উপকারভোগী শ্রমিক কাজ করছেন। প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা সংস্কার, গোরস্থান ও ঈদগা মাঠে মাটি ভরাটসহ অন্যান্য কাজ।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের কোন মানুষ যেন বেকার বসে না থাকে তার জন্য ছোট ছোট প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। এই সব ছোট ছোট প্রকল্পের মাধ্যমে বেকার মানুষরা বছরের অধিকাংশ সময়ই কাজের মধ্যে থাকতে পারছেন। তবে এই প্রকল্পগুলো সঠিক সময়ে ও নিয়মের মধ্যে যেন শেষ হয় তার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। তবেই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য শতভাগ সফল হবে এবং স্থানীয়রা শতভাগ সুফল ভোগ করতে পারবেন।

 

আপনি আরও পড়তে পারেন