সাভারে শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

সাভারে শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক
সাভার উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়নে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করন কার্যক্রমের উদ্বোধন ও জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন করায় শিশুর পিতা ও মাতাকে অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ই ডিসেম্বর  সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই জন্ম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৪ সালের মধ্যে সরকার দেশের সব নাগরিকের জন্ম নিবন্ধন নিশ্চিত করার ধারাবাহিকতায়
ভাকুর্তা ইউনিয়নে জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন করায় শিশুর পিতা ও মাতাকে অভিনন্দন সমাবেশ ও শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন কালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা পরিকল্পনা অফিসার মেজবাহ উদ্দিন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হাজী মোঃ লিয়াকত হোসেন।
 ইউপি সদস্য জাকির হোসেন, মাজাহারুল ইসলাম, নাজির  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন ।

আপনি আরও পড়তে পারেন