বারহাট্টায় বাংলাদেশ প্রান্তিক পল্ট্রি শিল্প সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন

বারহাট্টায় বাংলাদেশ প্রান্তিক পল্ট্রি শিল্প সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন (বিপিপিএস) বারহাট্টা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ ডিসেম্বর) সোমবার বিকালে বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে আটপাড়া মোড়স্থ নিজস্ব কার্যালয়ে বারহাট্টা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আহম্মদ শামীম।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাফায়েত হোসেন, বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা কমিটির দপ্তর সম্পাদক শাহজাহান কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাহেদ ঠাকুর। বারহাট্টা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বঙ্গবন্ধু ও গবেষনা পরিষদের সাধারণ সম্পাদক শান্তনা রাণী দত্ত এবং বারহাট্টা উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তরা তাদের বক্তব্যে বলেন, ব্রয়লার- লেয়ার মুরগির ছোট বাচ্চা ও পোল্টি ফিডের হঠাৎ চড়া দামে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। ফলে ব্যহত হচ্ছে মাংস ও ডিম উৎপাদন। বাচ্চা ও খাবারের দাম বৃদ্ধির কারণে বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামারী। এ ভাবে যদি আস্তে আস্তে খামার বন্ধ হয়ে যায়, তাহলে এদেশের সাধারণ মানুষজন আমীষের মারাত্মক ঘাটটিতে পড়ে যাবে। 

এ সময় বক্তারা, ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার থেকে ২১শ টাকার মধ্যে নির্ধারণ এবং পোল্টি শিল্পের বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে মনিটরিং টিম গঠন করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

 

আপনি আরও পড়তে পারেন