দোহারে গোল্ডকাপ নাইট ক্রিকেটলিগ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

দোহারে গোল্ডকাপ নাইট ক্রিকেটলিগ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, দোহার-নবাবগঞ্জঃ
দোহার উপজেলায় কুসুমহাটি ইউনিয়নের শিলাকাঠো গোল্ডকাপ নাইট ক্রিকেটলিগ টুর্নামেন্টর সিজন ৩ এর প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিলাকোঠা পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে  ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো শিলাকোঠা বুলস্, শিলাকোঠা রাইজিং স্টারস, শিলাকোঠা জায়ান্টস, শিলাকোঠা সিক্সার্স, শিলাকোঠা রেঞ্জার্স, শিলাকোঠা ইয়াং বয়েস, শিলাকোঠা মিনিস্টার, শিলাকোঠা বাংলা টাইগার।
প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
এসময় তিনি বলেন, শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেটলিগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা দোহারে ঝিমিয়ে পড়া ক্রীড়াাঙ্গনকে উৎসাহিত করবে। এরমধ্য দিয়ে এ অঞ্চলে বিশ্বমানের ক্রিকেটার তৈরি হবে। টুর্নামেন্টটি সফল করতে উপজেলা পরিষদের পক্ষ থেক সব ধরণের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয় পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ,  আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া,  আওয়ামীলীগ নেতা লুৎফর মোল্লা, বিশ্বজিৎ গুহ টুটুল, শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লিগের সভাপতি মো.হুমায়ুন কবির মোল্লা, সাধারণ সম্পাদক দাউদ আহমেদ পাভেল, মনিরুল ইসলাম খান, লুৎফর রহমান মোল্লা, আব্দুল আওয়াল আজাদ, ডা. আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান বেপারী,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদ মিজানুর রহমান সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ ।
খেলা পরিচলানা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সিব্বির আহম্মেদ মল্লিক, এটি এম ফেরদৌস, আদনান দোহারী, রেজাউল হক মৃধা, জাকির হোসেন জয়, জসিম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালানা করেন এস এম বিপ্লব হোসেন ও লুৎফর রহমান মাস্টার।

আপনি আরও পড়তে পারেন