Sony Rangs Fraud – দেশে তৈরি পণ্য মালয়শিয়ান বলে বিক্রি

Sony Rangs Fraud - দেশে তৈরি পণ্য মালয়শিয়ান বলে বিক্রি

Sony Rangs fraud – দেশে তৈরি পণ্য মালয়শিয়ান বলে বিক্রি

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে তারা কালবিনেটর (Kelvinator) এসি ও ফ্রিজ তৈরি করে করে তা মালয়েশিয়া বলে বিক্রি করে আসছে Sony Rangs কম্পানিটি। এতে যেমন দেশের সোনাম নষ্ট হচ্ছে ঠিক তেমনি যে বাংলাদেশকে তারা ভালোবাসে না তারও একটি উৎকৃষ্ট প্রমাণ এটি ।

দেশে তৈরি এসি, ফ্রিজ মালয়েশিয়ান বলে বিক্রি করছে ইলেকট্রনিক প্রতিষ্ঠান সনি-র‍্যাংগস। এক ক্রেতার করা প্রতারনা মামলার তদন্ত শেষে র‍্যাংগসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঢাকা ছাড়াও কুমিল্লা, নোয়াখালিতেও একই অভিযোগে প্রতারণার মামলা করেছেন গ্রাহকেরা।

https://www.youtube.com/watch?v=ycWQiYGEetk

 

Sony Rangs fraud – দেশে তৈরি পণ্য মালয়শিয়ান বলে বিক্রি

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

 

আপনি আরও পড়তে পারেন