গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভাঙ্গন শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভাঙ্গন শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে
আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীর পানি কমে যাওয়ায় গত এক সপ্তাহধরে উপজেলার চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের লালচামার, ভাটিকাপাসিয়া,বাদামের চর,সিংগীজানি এলাকায় ব্যাপকহারে তিস্তার ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে শত শত বিঘা আবাদি জমির ইঠতি বয়সি ভুট্টা নদীগর্ভে বিলিন হচ্ছে। জমাজমি হারিয়ে অনেকে পথে বসেছেন আবার কেউ কেউ অন্যের বারিতে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন জাপন করছেন।
নুরভানু বেগম জানান অতিকষ্টে ধার-দেনা করে ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম বাবা,কয়েকদিনের ভাঙ্গনে সব উঠতি বয়সি ভুট্টা আমার নদী গর্ভে বিলিন হয়।এখন আমার কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া বলেন লালচামার ও সিংগীজানি এলাকার ব্যাপক হারে ভাঙ্গন দেখা দিয়েছে এতে অনেকেই ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পরেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ
জানান সংশ্লিষ্ট  ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ভূক্তভোগিদের তালিকা করে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহনের
জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত  প্রেরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন