কবি হিসেবে আত্মপ্রকাশ করলেন দোহারের ওসি মোস্তফা কামাল

কবি হিসেবে আত্মপ্রকাশ করলেন দোহারের ওসি মোস্তফা কামাল

মো.সুজন হোসেন, স্টাফ রিপোটার:

 

প্রতিভা ও জ্ঞানের বিশালতা থাকলে একজন
ব্যক্তির¡ বলিষ্ঠতা প্রকাশ পায় । তেমনি একজন বিচক্ষন পুলিশ অফিসার
বর্তমান দোহার থানার ওসি মোস্তফা কামাল । তিনি ইতি মধ্যে কবি হিসেবে “
তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল” নামে প্রথম একটি কবিতা বই অন্য প্রকাশনা
নামে বাজারে পরিচিতি পেয়েছে । কবি মোস্তফা কামাল লিখিত বইটি দেশ ও দেশের
বাহিরে পাঠকের কাছে ভাল সারা পেয়েছে বলে জানা যায় । বৃহস্পতিবার সকালে
বিভিন্ন গনমাধ্যম কর্মী বিষয়টি অবগত হলে দোহার থানার অফিসকক্ষে মিলিত হলে
তিনি কবি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন ।
বইটি প্রথম প্রকাশ হয় একুশে বইমেলা ২০২৩ সালে এবং পরে সোহরাওয়ার্দী বই
মেলায় ৩১ তম স্টলে বাজারজাত করা হয় । বইটি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ
হয় । কবি তার লেখায় সমাজে অবহেলিত ও বাস্তবতা কিছু শিক্ষানীয় দিক তুলে
ধরেছেন ।
কবির ভাষায় কিছু কথা , এই পৃথিবীর  বুকে দাপটের সাথে হেটে চলা মানুষের
মাঝে কবি মনুষ্যত্ব খুজে ফিরছেন। যার অভাববোধ কবি নিজের হৃদয়েও অনুভব
করেছেন। তিনি মনের সব অন্ধকারকে সরিয়ে সহজ সরল সাধারন জীবন চেয়েছেন ।
মানুষের লোভ,নিষ্ঠুরতা আর অমানবিকতা যেভাবে কবিেিক ভীষন ভাবে কষ্ট দিয়েছে
মেতনি কোন কোন মানুষের সততা আর সত্য নিয়ে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছে ।
কবি বিশ^াস করেন , একদিন এই পৃথিবীর সমস্ত মনুষ্যত্ব নিয়ে মাথা তুলে
দাঁয়াবে। অশান্ত এই পৃথিবী শান্ত হবে । পৃথিবীর বুক থেকে মুছে যাবে সকল
অবিশ^াসের অভিশাপ। এই বিশ^াসের একটা স্বাক্ষর কবির এই কবিতা ও বই ।
কবি পরিচিতি, মোস্তফা কামালের জন্ম ১৯৭২ সালে, তিনি গোপালগঞ্জ জেলার
মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে কৃতি সন্তান । শিক্ষক বাবা আবু জাফর
মিয়ার আদর্শে নিজেকে তৈরি করেছেন পরোপকার একজন সাদা মনের মানুষ হিসেবে।
ঢাকা বিশ^ বিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের ছাত্র থাকার সময় থেকেই সখ্যতা হয়
কবিতার সাথে । জীবনের নানা প্রতিকূলতায় অপ্রকাশিত ছিল মনের অনেক কথা ।
সেসব কথা প্রকাশ করার মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নেন। “তোমায় দেব শিশির
বিন্দুর নাকফুল” শুধু কবিতা নয়,  মনের অব্যক্ত বাসনার আত্মপ্রকাশ।
পাঠক প্রিয় হলেই পরের ভাষন প্রকাশ করা হবে বলে জানান, ইতিমধ্যে
আত্মপ্রকাশ কারী কবি ও দোহার থানা প্রশাসনেরে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ
মোস্তফা কামাল । এসময় দোহারের উপস্থিত সকল সংবাদ কর্মীদেরকে একটি করে বই
উপহার দেন কবি মোস্তফা কামাল।

 

আপনি আরও পড়তে পারেন