সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে সাকিব-তামিমরা। আজও টস ভাগ্য তামিমের পক্ষে ছিল না। আয়ারল্যান্ড টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১-০ ব্যবধানে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় ব্যবধানে আইরিশদের হারিয়েছে তামিমরা। আজকে জয়ের ধারায় থেকে সিরিজ বগলদাবা করতে চায়।

সে কারণেই উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাননি কোচ হাথুরু। একাদশে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে।

মেহেদী হাসান মিরাজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তার চোখের চোট ভালো হয়নি। এ কারণে গত ম্যাচের মতো আজও তাকে বসিয়ে রাখা হয়েছে।

সাত ব্যাটসম্যান ও চার বোলার নিয়ে একাদশ সাজানো হয়েছে। গত ম্যাচে ব্যাটাররা দারুণ করেছেন। এ কারণে সেখানে আজ কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি।

একজন বোলার পরিবর্তন করা হয়েছে। অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় পেসার হাসান মাহমুদকে জায়গা করে দেওয়া হয়েছে।

অন্যদিকে তাইজুলকে নামানো হতে পারে বলে ধারণা করা হলেও হাথুরুর আস্থা নাসুমেই। বাঁহাতি নাসুম আজও সাকিবকে সঙ্গ দেবেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আপনি আরও পড়তে পারেন