বাংলাদেশি ‘সুড়ঙ্গ’ এবার কলকাতায়

বাংলাদেশি ‘সুড়ঙ্গ’ এবার কলকাতায়

প্রথমবারের মতো বড় পর্দায় এসেই বাজিমাত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ ছবি দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের আস্থা। এবার পালা কাঁটাতার পেরিয়ে ওপার বাংলার প্রেক্ষাগৃহে নিজের অভিনয় জাদু দেখানোর। আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

নাটক ও ওয়েব সিরিজের কল্যাণে এমনিতেই কলকাতার দর্শকের কাছে পরিচিত মুখ আফরান নিশো। তাই তো প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখার ইচ্ছে জেগেছে তাদেরও। সম্ভবত চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র সাফল্য দেখেই ‘সুড়ঙ্গ’ রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এবার কলকাতার খ্যাতনামা প্রযোজনা ও পরিবেশক সংস্থা শ্রী ভেঙ্কটেস ফিল্মস (এসভিএফ) ‘সুড়ঙ্গ’র নতুন ট্রেলার প্রকাশ করল। যা দেখে সরগরম নেটপাড়া।

ইতোমধ্যে দেশের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্নে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। সেখানেও বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। এবার নিশোর ওপার বাংলার ভক্তরা দেখতে পাবেন প্রিয় তারকার প্রথম সিনেমা। যা নিয়ে তাদের মধ্যে উদ্দীপনা কাজ করছে বলা মোটেও অত্যুক্তি হবে না।

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

 

আপনি আরও পড়তে পারেন