রাজিবপুর উপজেলা শুভসংঘর ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

রাজিবপুর উপজেলা শুভসংঘর ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
মো: শরিফুল ইসলাম
রাজিবপুর কুড়িগ্রাম।
ডেঙ্গুতে মৃত্যু ও রোগী প্রতিদিনই বাড়ছে। আগস্ট-সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর ব্যাপক গরমও পড়েছে। এই রকম পরিস্থিতিতে ডেঙ্গু বাড়ার আশঙ্কা থাকে। তাই ডেঙ্গুতে মৃত্যু নয় চাই সচেতনতা আর এই সচেতনতা বাড়াতে আজ ১৮ জুলাই মঙ্গলবার  রাজিবপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছেন।
রাজিবপুর বাজারের পাচঁ মাথা মোড় থেকে শুরু করে হাসপাতাল গেট, সরকার স্কুল,কলেজ মোড়সহ বিভিন্ন লোকালয় জায়গায় ডেঙ্গু সচেতনতার লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষ উপজেলা শুভসংঘর সাধারণ সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে পথসভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদ, রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের এর অধ্যাপক জাকির হোসেন ও রাজিবপুর- রৌমারী কালের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন ।
হাসান সাদিক মাহমুদ বলেন পত্রিকার পাতা খুললে প্রতিদিনই চোখে পড়ে ডেঙ্গুর খবর। আক্রান্ত আর মৃত্যু দেখে এটিই মনে হয়, ডেঙ্গু মহামারি না হলেও কোনো অংশে কম নয়। তাই এই মহামারি হাত থেকে নিজেদের রক্ষা করতে বাড়ির আঙিনা ও আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ভালো ভাবে খেয়াল রাখতে হবে যাতে কোথাও পানি জমে না থাকে। ঘুমানো সময় মশারী বা কয়েল লাগাতে হবে। নিজেদের পাশাপাশি প্রতিবেশীদের সচেতন করার দায়িত্ব আমাদের শুভসংঘর বন্ধুদের নিতে হবে। নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ভালো কাজে পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সুজন মাহমুদ নুর, সাংগঠনিক সম্পাদক রাসেল রাজ,  প্রচার সম্পাদক নাফসান আহমেদ রতন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কে এইচ সিয়াম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন কার্যকরী সদস্য মিরাজ, সাবিহা জান্নাত,পাপড়ি, শিমু ও কলেজ কমিটির বন্ধু আশিক মাহমুদ, শামীম আহমেদ, মাসিদুল ইসলাম, শাহিন মিয়া, হৃদয় মাহমুদ, সজীব মিয়া শ্রবণ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন