বিসিবিকে যে শর্ত দিতে পারেন তামিম

চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরেছেন তামিম ইকবাল। টাইগার এই ওয়ানডে অধিনায়কের মাঠে ফেরা ঝুলে রয়েছে তার ফিটনেসের ওপর। যে কারণে জাতীয় দলের নির্বাচকরাও এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না।

তামিমের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিকল্প ওপেনারের বিষয়টিও। এক্ষেত্রে সমাধান দিতে পারেন কেবল তামিম। মূলত তার কাছ থেকে খেলার নিশ্চয়তা পেলে একভাবে চিন্তা করবেন নির্বাচকরা। নয়তো বিকল্প ভাবনায় যাবে বিসিবি।

জানা যাচ্ছে, দুয়েক দিনের মধ্যেই তামিমের সঙ্গে বসে কথা বলতে পারেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এর আগে গেল মাসে তামিম বলেছিলেন, ইংল্যান্ড থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কিছু কথা বলবেন। সেখানে তামিম জানাবেন তার পরবর্তী সিদ্ধান্ত।

বিসিবিকে কিছু শর্তও জুড়ে দিতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম। সেক্ষেত্রে বিশেষ করে নেতৃত্বের ইস্যু চলে আসতে পারে বলেই ধারণা করা যাচ্ছে। দেশের একটি গণমাধ্যমের খবর অনুযায়ী, তামিম মনে করেন তাকে পাশ কাটিয়ে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেন বোর্ডের শীর্ষ কর্তা।

বিসিবি সভাপতি পাপন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও খেলোয়াড়রা পর্যন্ত সাকিবকে বেশি গুরুত্ব দেন। এটাকে প্রটোকল ভাঙা মনে হয়েছে তার কাছে। তিনি চান প্রটোকল অনুসরণ করা হোক।

আপনি আরও পড়তে পারেন