মানুষের মধ্যে প্রেম কম -মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ নিয়মিত অভিনয় করছেন। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রী নাটক, সিনেমা, ওটিটিসহ সব মাধ্যমেই কাজ করছেন। ব্যস্ত এ অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে এখন কাজ করছেন। এ মাধ্যম সম্পর্কে মৌসুমী বলেন, আমরা ওটিটি প্ল্যাটফর্মে যেসব কাজ দেখতে পাচ্ছি, সেগুলো একটু আলাদা ধাঁচের। সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের প্ররোচনায় ‘মিস্ট্রি অফ লাভ’-এর ১২ জন নির্মাতা ১২টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। এটা একটা চমৎকার আইডিয়া। আমার কাছে মনে হয়, গল্প সব ধরনের গল্প হওয়া উচিত। ফারুকী ভাই প্রেমের গল্প প্রাধান্য দিয়েছেন। আমরা তো মারামারি ও ভায়োলেন্সপূর্ণ গল্প অনেক দেখেছি। এখন কিছুদিন প্রেম দেখি, প্রেম শিখি। এখনকার মানুষের মধ্যে প্রেম কম। তাই প্রেমের গল্পগুলো এখন বেশি দেখা উচিত। দর্শকরাও এই ধরনের গল্প পছন্দ করবেন। ওয়েব ফিল্মের ভাষাগত দিক প্রসঙ্গে মৌসুমী বলেন, একজন লেখক গল্প লেখেন, একজন পরিচালক সেই গল্পটাকে পর্দায় তুলে ধরেন। গল্প ফুটিয়ে তুলতে নির্মাতাই ঠিক করেন চরিত্রের ভাষাটা আসলে কেমন হবে। দেখা যায়, ওই চরিত্রটা যদি অন্য ভাষায় কথা বলে, তাহলে সেই চরিত্রটা ঠিকঠাক মতো ফুটে উঠে না। মূলত এ কারণেই ভাষাগত দিকটা ব্যবহার করা জরুরী। যে চরিত্রটা যেমন, সেটার জন্য সেই ভাষাটাই প্রয়োগ করা জরুরী।

আপনি আরও পড়তে পারেন