ঘুষ দিয়ে চাকরি পাওয়া চার শিক্ষক গ্রেপ্তার

ঘুষ গ্রহণের দায়ে গ্রেপ্তারের ঘটনা স্বাভাবিক হলেও এবার উল্টো এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে। সেখানে ঘুষ দিয়ে সরকারি স্কুলশিক্ষকের চাকরি পাওয়া চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পশ্চিমবঙ্গের আলিপুর নগর দায়রা আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের নির্দেশে ওই চার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার শুনানির সময় বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, ‘তাদের জন্যই এত কিছু (সমস্যা)।’ পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে নিয়োগ দুর্নীতিতে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে একাধিক গ্রেপ্তারির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে প্রভাবশালীরাও রয়েছেন। কিন্তু এবারই প্রথম টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে চার স্কুলশিক্ষককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

প্রায় এক মাস আগে নিয়োগ দুর্নীতির এক মামলায় ওই চার শিক্ষককে তলব করে আলিপুর নগর দায়রা আদালত। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের চার্জশিটে ওই চারজনের নাম রয়েছে। তারা হলেন, জহিরুদ্দিন শেখ, সাগর হোসেন, সিমর হোসেন এবং সমর মণ্ডল। তাদের প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। তদন্তকারী কর্মকর্তারা আদালতের কাছে দেওয়া অভিযোগপত্রে বলেছেন, তাপস মণ্ডলের মাধ্যমে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। সোমবার ওই চারজন আদালতে হাজির হয়েছিলেন।

অভিযুক্তরা হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা খারিজ করে দেন। তিনি বলেন, ‘কেন তাদের জামিন দেওয়া হবে? তাদের জন্যই এত কিছু।’

বিচারক অর্পণ চট্টোপাধ্যায়  বলেন, আমি তলব করে ওই চার স্কুলশিক্ষককে আদালতে এনেছি। পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের ডাকা হয়েছে।’

তিনি ওই প্রাথমিক শিক্ষকদের প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনাদেরই বলতে হবে যে কেন আপনাদের জামিন দেওয়া হবে। আপনাদের কাছে কেউ নিশ্চয়ই টাকা চাইতে যায়নি। আপনারা টাকা নিয়ে গিয়েছেন।’

পরে ওই শিক্ষককে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক। আগামী ২১ আগস্ট পর্যন্ত তাদের প্রেসিডেন্সি শোধনাগারে রাখা হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

 

 

আপনি আরও পড়তে পারেন