ফুটবল বিশ্বকাপ:কোয়ার্টার ফাইনালে ম্যাচের কে কার বিপক্ষে লড়ছেন

নারী ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে।শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড, নরওয়ে, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, মরক্কো। এর আগে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ও জার্মানির মতো শক্তিশালী দলগুলো। শিরোপা লড়াইয়ে এখনো পর্যন্ত টিকে আছে আর মাত্র ৮ টি দল।

শেষ আটে ওঠা দলগুলোর মধ্যে পাঁচটি দলই ইউরোপের। এশিয়ার প্রতিনিধি হিসেবে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন জাপান। এএফসির সদস্যভুক্ত স্বাগতিক অস্ট্রেলিয়াও শেষ আটে উঠেছে। লাতিন অঞ্চল থেকে গ্রুপপর্ব পেরিয়ে আসা কলম্বিয়াও রয়েছে কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালের লাইনআপও হয়েছে চূড়ান্ত। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে, তা একনজরে দেখে নিন।

স্পেন-নেদারল্যান্ডস (১১ আগস্ট, সকাল ৭টা)
জাপান-সুইডেন (১১ আগস্ট, দুপুর ১টা ৩০ মিনিট)
অস্ট্রেলিয়া-ফ্রান্স (১২ আগস্ট, দুপুর ১টা )
ইংল্যান্ড-কলম্বিয়া (১২ আগস্ট, বিকেল ৪টা ৩০ মিনিট

 

আপনি আরও পড়তে পারেন