ঢাকা-২ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

ঢাকা-২ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. কামরুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাকের পার্টির প্রার্থী আবুল কালামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আশরাফ আলী জিহাদী ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ সোমবার ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনিসুর রহমান যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আপনি আরও পড়তে পারেন