জাপাকে ছাড় দিতে গিয়ে আওয়ামী লীগের যেসব এমপি বাদ পড়লেন

একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমন ৭১ সংসদ সদস্যকে বাদ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার জাতীয় পার্টিকে আসন ছাড় দেয়ার কারণে আরও ৬ এমপি বাদ পড়ে সংখ্যাটি ৭৬ জনে দাঁড়িয়েছে।

নতুন করে বাদ পড়া ৬ এমপির মধ্যে উপনির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্যও আছেন। যারা চলতি সংসদের কোনো অধিবেশনেই যোগ দিতে পারেননি।

এদের মধ্যে আফজাল হোসেন ও শাহজাহান আলম গত নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। কিন্তু সংসদ অধিবেশন শেষ হওয়ায় তারা এক দিনও যোগ দিতে পারেননি।

বাদ পড়া এমপিরা হলেন- কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, গাইবান্ধা-২ আসনের মাহবুব আরা বেগম গিনি, পটুয়াখালী-১ আসনের মো. আফজাল হোসেন, ঢাকা-১৮ আসনের মোহাম্মদ হাবিব হাসান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. শাহজাহান আলম, চট্টগ্রাম-৮ আসনের নোমান আল মাহমুদ।

এদের মধ্যে আফজাল হোসেন ও শাহজাহান আলম গত নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। কিন্তু সংসদ অধিবেশন শেষ হওয়ায় তারা এক দিনও যোগ দিতে পারেননি।

আপনি আরও পড়তে পারেন