গাজীপুরে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন জাপার প্রার্থী

গাজীপুর-১ ও ৫ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে তিনি নিজেই মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে নির্বাচনের শুরুতে কিছু পোস্টার সাঁটালেও খুব একটা প্রচার-প্রচারণায় এমএম নিয়াজউদ্দিনকে দেখা যায়নি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি দুই-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাবেন।

এমএম নিয়াজউদ্দিন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমি জাতীয় পার্টির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এবারও আমাকে গাজীপুরের দুটি আসন গাজীপুর-১ ও গাজীপুর-৫  থেকে মনোনয়ন দেওয়া হয়। তবে এ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে সরে যাওয়া উচিত। নির্বাচনে আর থাকছি না। এটা বিভিন্ন পরিস্থিতির কারণেই হচ্ছে না। নির্বাচনের উপযোগী কোনো মাঠ নেই। এছাড়া ব্যক্তিগত কারণও রয়েছে, তাই সরে যাচ্ছি। দুই-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিব।

এমএম নিয়াজউদ্দিন ২০১৫ সালে স্বাস্থ্য সচিব হিসেবে অবসরে যান। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

আপনি আরও পড়তে পারেন