নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগড়ি আলোচনা সভা

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগড়ি আলোচনা সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর কৃষকের মাঠ দিবস ও কারিগড়ি আলোচনা সভা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাওয়ালীয়া গ্রামে যন্ত্রাইল ইউনিয়নের কৃষকের সঙ্গে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ড. আফিয়া আক্তার। এ সময় প্রধান অতিথি কৃষকের উদ্দেশ্যে বলেন, পতিত জমি গুলোকে কাজে লাগাতে হবে। এ জন্য চান্স ফসল হিসেবে বারি জাতের সরিষার ফসল আবাদ করতে হবে। বোরো চাষের আগেই তেল জাত ফসল আবাদ করার তাগিদও দেন তিনি। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আসমা জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা খামার বাড়ি উপ-প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপপরিচালক পিপি সেলিনা বেগম, অতিরিক্ত উপপরিচালক শস্য উপাদন আরিফুল হাসান, অতিরিক্ত পরিচালক উদ্যান ফসল নাজয়াত আহমেদ, ঢাকা অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প মনিটরিং অফিসার নাজমুল কবিরসহ সফল কৃষক অনুপম দত্ত নিপু ও মায়ারানী বাউল।

আপনি আরও পড়তে পারেন