দোহারে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪

দোহারে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪

দোহার (ঢাকা) প্রতিনিধি.

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ ঢাকার দোহার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ইউনিয়ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়নের ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিকগঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শিশুদের সুস্থ ও সুন্দর জীবন গড়ার সহায়ক। অতএব আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দোহার পৌর ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

আপনি আরও পড়তে পারেন