নবাবগঞ্জে সরস্বতী প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত

নবাবগঞ্জে সরস্বতী প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার হিন্দু অধ্যষিত যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল শিববাড়ি মদন মোহন মন্দির কমিটির আয়োজনে বিদ্যা দেবি সরস্বতী প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় সাংসদ সালমান এফ রহমান মহোদয়ের দিকনির্দেশনায় দোহার নবাবগঞ্জের উন্নয়ন চলমান। আগামী পাঁচ বছর আরও ব্যপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলকে বাংলাদেশের মডেল হিসেবে প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথি ছিলেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম মনিরুজ্জামান তুহিন।

সভাপতিত্ব করেন যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল শিববাড়ি মদন মোহন মন্দির কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। মদন মোহন মন্দিরের আচার্য সমীর চরন চক্রবর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কমল পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুন অর রশিদ, ইউসুফ হারুন টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল প্রমুখ।

প্রতিমা নিরঞ্জনে আরতী নৃত্য, ঢাকী বাদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আয়োজক কমিটি প্রতিমার শৈল্পিক গুণাগুণ বিচার করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।

তিনটি এলইডি টেলিভিশন, তিনটি মোবাইল ফোনসহ শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

একই রাতে হরিষকুল সার্বজনীন সেবা সংঘের আয়োজনে সরস্বতী প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হয়।

আপনি আরও পড়তে পারেন