নবাবগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করলো প্রশাসন

নবাবগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করলো প্রশাসন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জের উপজেলার বান্দুরা বাজারে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

জানা যায়, উপজেলার বান্দুরা বাজারে রাতের আধারে বাঁশ দিয়ে স্থানীয় কসাইরা ১নং খাস খতিয়ানের ৩৯ দাগের ৩ শতাংশ জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করে দখল করেছিলেন।

রবিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম উপস্থিত থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেন। জমিটির আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা বলে জানা যায়।

অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, সরকারি সম্পত্তি ও জমি উদ্ধারে এধরনের অভিযান চলমান থাকবে।

আপনি আরও পড়তে পারেন