ডাকাত সরদার হাজী আপেল গ্রেফতার

ডাকাত সরদার হাজী আপেল গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে পুলিশ সদস্য পরিচয়ে তুলে নিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতির ঘটনার প্রধান আসামী মো. মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেল (৪৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এঘটনায় আপেলের সহযোগী মো. আইয়ুব (৩৮) গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সম্মেলনে সংবাদ এ তথ্য জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ।

এ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত মোজাম্মেল হোসেন আপেল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে ওসি জানান, উপজেলার আগলা বাজারে দিয়া জুয়েলার্সের মালিক কৃষ্ণ সাহা গত বছরের ৩০ এপ্রিল সকালে টিকরপুরের বাড়ি থেকে অটোরিকশায় দোকানে যাচ্ছিলেন। আগলা পোস্ট অফিসের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতরা তাঁকে মাইক্রোবাসে তুলে নেয়।

তারা কৃষ্ণ সাহাকে মারধর করে। এসময় তার কাছে থাকা ২৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা ও নগদ টাকা লুট করে ডাকাতরা। পরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের নির্জন খাদের কাছে তাঁকে ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় মামলার পর অভিযানে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা সাত দিন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে ১৭৭ ভরি স্বর্ণ ও ৩৮৬ ভরি রুপা, একটি মাইক্রোবাস, দুটি অটোরিকশাসহ ১৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি সহায়তায় এঘটনায় জড়িত প্রধান আসামী মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেলকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার, দেড় ভরি রুপা ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তার সহযোগী আইয়ুবকে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেল এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনের সময়ে, নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশফাক রাজিব হাসান, উপ-পরিদর্শক শ্যামলেন্দু ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনি আরও পড়তে পারেন