নবাবগঞ্জের প্রতিবন্ধী মোজাফ্ফরের পরিবারে এলো পুলিশ সুপারের ঈদ উপহার

নবাবগঞ্জের প্রতিবন্ধী মোজাফ্ফরের পরিবারে এলো পুলিশ সুপারের ঈদ উপহার

 

ঢাকার নবাবগঞ্জের আগলা চৌকিঘাটা গ্রামের বাক-প্রতিবন্ধী মো. মোজাফ্ফর। সবাই ডাকেন মুজা পাগলা বলে। আগলা মোড়ে বাস, প্রাইভেট কার, কিংবা মালবাহী ট্রাক এলেই বাঁশি দিয়ে রাস্তা পরিস্কার করে দেন। শেষে সেল্যুট দিয়ে হাত পাতেন। খুশি হয়ে যে যা দেন, তাতেই চলে তার সংসার। 

মো. মোজাফ্ফর জন্ম থেকেই কথা বলতে পারেন না। তিনি কমিউনিটি পুলিশিং এর অংশ হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বপালন করেন। সরকারি কিংবা বেসরকারিভাবে কোন বেতনও পান না। মানসিকভাবেও তিনি বিকশিত নন। তার স্ত্রীও এক চোখে দেখেন না। পরিবারে রয়েছে দুই ছেলে, দুই মেয়ে। তাদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী।

মোজাফফর ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) এ পরিবারের জন্য ১ মাসের বাজার (চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, সেমাই) ও ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার পাঠিয়েছেন।

রবিবার (২৪ মার্চ) জেলা পুলিশ সুপার -এর পক্ষ থেকে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মোজাফফর-এর বাড়িতে গিয়ে উপহার পৌছে দেন।

এতে পরিবারে সকলের মুখে হাসি ফুটে উঠে। খবর পেয়ে তাইতো প্রতিবেশিরাও ছুটে এসেছিলেন পুলিশ সুপারের উপহার দেখতে।

আপনি আরও পড়তে পারেন