আক্কেলপুরে জলাতঙ্কের গুজবে উৎকণ্ঠায় গ্রামবাসী!

আক্কেলপুরে জলাতঙ্কের গুজবে উৎকণ্ঠায় গ্রামবাসী!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রত্যন্ত গন্ডিমসারা গ্রামে জলাতঙ্ক রোগের গুজবে আতঙ্কিত সবাই। এমনকি স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীর। রোগ থেকে রেহাই পেতে ঝার-ফুক, পানি পড়া, গুড় পড়াসহ নানা উপায় অবলম্বন করছেন গ্রামবাসী। পরিস্থিতি স্বাভাবিক করতে বেকায়দায় পড়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। স্থানীয়রা জানায়, ওই গ্রামে কুকুরের কামড় খেয়ে প্রভাষ চন্দ্র দাস নামে এক ব্যক্তি গত ১৯ ফেব্রুয়ারি জলাতঙ্ক রোগে মারা যান। ঘটনার পর স্থানীয় এক গনক ও কবিরাজ গ্রামে গিয়ে হাতের পাতা চালিয়ে জানান যে, গ্রামের শিশু, নারী, পুরুষসহ প্রায় সবার শরীরে মৃত প্রভাষের কুকুরের বিষ প্রবেশ করেছে। গনকের…

বিস্তারিত