আতশবাজির রঙিন আলো কীভাবে হয়?

আতশবাজির রঙিন আলো কীভাবে হয়?

আতশবাজি মানেই যেন আনন্দ! বিশ্বের বিভিন্ন দেশে আনন্দ-উদযাপনে আতশবাজির ব্যবহার পুরনো। অথচ আমরা অনেকেই জানি না, আতশবাজির এই উজ্জ্বল রঙিন আলোর রহস্য কী? আতশবাজির মধ্যে থাকে একটি সহজদাহ্য মিশ্রণ। যা বাতাসের সাহায্য ছাড়াই জ্বলতে পারে। এজন্য প্রধানত ব্যবহার করা হয় পটাসিয়াম ক্লোরেট। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় পটাশিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম নাইট্রেট। এছাড়া দাহ্য পদার্থ হিসেবে থাকে কাঠ-কয়লার গুঁড়ো, সালফার বা গন্ধক ইত্যাদি। আগুন লাগলে, পটাসিয়াম ক্লোরেট থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন বেরিয়ে আসে। আর তারই সাহায্যে অন্য পদার্থগুলো জ্বলতে থাকে। এই হলো নানা রকম আতশবাজির আসল বিজ্ঞান রহস্য।…

বিস্তারিত