চাটুকারিতা ইসলামের দৃষ্টিতে ঘৃণিত কাজ।

চাটুকারিতা ইসলামের দৃষ্টিতে ঘৃণিত কাজ।

চাটুকারিতা ইসলামের দৃষ্টিতে ঘৃণিত কাজ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।সুবিধাবাদী, মতলববাজরা সব সময় প্রভাবশালীদের ঘিরে রাখে। রাজনীতির মাঠ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অফিস-আদালত, গ্রাম্য পঞ্চায়েত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সেক্টরেই প্রভাবশালীর আশপাশে ঘুরঘুর করতে দেখা যায় এ ধরনের লোকদের। এসব মানুষ খুবই চালাক প্রকৃতির ও বাকপটু হয়। প্রভাবশালীদের তেল মর্দন, ভুলভাল বোঝানো, সুযোগ পেলে প্রভাবশালীদের সঙ্গে সেলফি তুলে সেটাকে পুঁজি করে বিভিন্ন অপরাধ করাই তাদের কাজ। এরা সারাক্ষণ প্রভাবশালীদের কাছে গিয়ে তাদের প্রশংসা করে বিভিন্ন স্বার্থ হাসিলের অপচেষ্টায় থাকে। আর অন্যের নামে গিবত গেয়ে নিজের অবস্থান পোক্ত করে। অনেক সময় এদের অপকর্মের কারণে বিব্রতকর…

বিস্তারিত

ইউজিসি ফেলোশিপ পেলেন চবি অধ্যাপক নুরুল ইসলাম

ইউজিসি ফেলোশিপ পেলেন চবি অধ্যাপক নুরুল ইসলাম

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি,কক্সবাজার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল ইসলাম।  বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইউজিসি পোস্ট- ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ ২০২০-২০২১ এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩৯ জন গবেষক আবেদন করেছিলেন।  নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সার-সংক্ষেপ এবং সুপারভাইজারের সুপারিশ বিবেচনাপূর্বক ইউজিসি আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২০-২০২১ এর জন্য নির্বাচন করেছে। ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ প্রাপ্ত বাকি নয় জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, ঢাবির বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, জবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার আলম।  এছাড়া আরও রয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, শের-ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ড. পরিতোষ চন্দ্র রায়।  এ ব্যাপারে অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম  বলেন, পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য আমাকে মনোনীত করায় আমি ইউজিসি কর্তৃপক্ষ, চবি কর্তৃপক্ষ, আমার বিভাগ ও ঢাবির আরবি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  বিশেষ করে আমার সুপারভাইজর ড. ইউসূফ স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, চবিতে দীর্ঘ ১৪ বছর শিক্ষকতার সময়ে এটা অবশ্যই আমার অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রাপ্তি। আমি অনেক আনন্দিত।  প্রসঙ্গত, অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে, ২০১৭ সালের ডিসেম্বরে তিনি অধ্যাপক পদে উন্নিত হন।  উক্ত পোস্ট-ডক্টরাল ফেলোশিপের আগে তিনি চবির আরবি বিভাগ থেকে বি.এ. (সম্মান) পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদে সম্মিলিতভাবে প্রথম হয়ে ইউজিসি বৃত্তি পান।

বিস্তারিত