কলাপাড়ায় আম-কাঁঠালের মুকুলে পোকার আক্রমন  উদাসীন কৃষি বিভাগ 

কলাপাড়ায় আম-কাঁঠালের মুকুলে পোকার আক্রমন  উদাসীন কৃষি বিভাগ 

মো.মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়া উপজেলার সমগ্র এলাকা জুড়ে এবছর ছোট-বড় প্রতিটি আম-কাঠাঁল গাছে এত মুকুল এসেছিল যা বাড়ির মালিক থেকে শুরু করে পথচারীরাও  অবাক হয়ে এক নজর না তাকিয়ে পথ অতিক্রম করতে পারতো না। কিন্তু মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে স্থানীয় কৃষি বিভাগের উদাসীনতা, যথাযথ পরামর্শ ও কৃষি সেবার অভাবে আম-কাঁঠালের মুকুলে সুটি মোল্ড ও মুচি পচা রোগের আক্রমনে এ মৌসুমে লক্ষ্যমাত্রার আম-কাঠাঁল উৎপাদন সম্ভন না হওয়ার আশংকার কথা জানিয়েছেন কৃষকরা। তবে স্থানীয় কৃষি বিভাগ কাগজে-কলমে ও মৌখিক ভাবে লক্ষ্যমাত্রার ফল উৎপাদনের ব্যাপারে আশাবাদী হলেও মাঠ পর্যায়ে তাদের কোন কর্মকান্ড…

বিস্তারিত