কলারোয়ায় কেয়ারটেকারদের অবহেলায় ধ্বংসপ্রায় কোটি টাকা মূল্যের নিরাপদ পানির প্রকল্প

শফিকুর রহমান,উপজেলা প্রতিনিধি, কলারোয়া: কলারোয়ার গোয়ালচাতর বাজারের পানি আর্সেনিক মুক্ত করন প্রকল্পটি প্রায় আট মাস যাবত অকার্যকর রয়েছে। কেয়ারটেকার দের চরম অবহেলা আর দেখভালের অভাবে এই মূল্যবান সম্পদ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।  পাঁচ নং কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর মতিগঞ্জ বাজারে ২০১৩ সালে ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে,প্রায় কোটি টাকা ব্যয় নির্মিত হয় এই বিশাল আর্সেনিক মুক্ত করণ প্রকল্প। নির্মাণের পর থেকে স্থানীয় মাহবুব হোসেন,(৪০) পিতা এনায়েতুল্লাহ সরদার । এবং স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য শফিকুল ইসলাম (৪০)এই প্রকল্পটির সার্বিক দেখভালের দায়িত্ব গ্রহণ করেন । এবং সেখান থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ নিজেরা হাতিয়ে নেন।…

বিস্তারিত