কুরআনের সবচেয়ে আশাবাদী আয়াত

কুরআনের সবচেয়ে আশাবাদী আয়াত

—ড. ইয়াসির ক্বাদী আর অবশ্যই কুরআনের সবচেয়ে আশাবাদী আয়াত, অধিকাংশ আলেম-ওলামার মতে… তবে মনে রাখুন, এটা একটা অভিমত মাত্র। আমাদের ক্বারি দুইদিন আগে এ আয়াতটি তিলাওয়াত করেছেন। قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ – “বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।” (39:53) সম্পূর্ণ শর্তহীন! আল্লাহ্‌ দরজা পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছেন। এই আয়াতে তিনি…

বিস্তারিত