সূর্যমুখী চাষে, কৃষক হাসে

ফেনীতে চলতি রবি মৌসূমে সূর্যমুখীর বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে। রসিক ব্যক্তিরা এক সময়ে বাড়ির আঙ্গিনা অথবা বাগানের সৌন্দয্য বর্ধনে সূর্যমুখী লাগালেও এবার বাণিজ্যিকভাবে ফেনীতে ১০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। সরকারিভাবে আর্থিক প্রণোদনা নিয়ে জেলায় নির্বাচিত জমিতে ৫০টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এখন সূর্যমুখী ক্ষেতগুলোতে ফুলের সমারোহ আশপাশের মানুষের নজর কাটছে। কৃষি বিভাগের তত্বাবধানে চলছে মাঠ দিবস। মাঠ দিবসে কৃষকরা শিখছেন এ ফসল চাষের পদ্ধতি, সুবিধা। জানিয়ে দেয়া হচ্ছে কিভাবে এ ফসল বাজারজাত করা হবে। জানা যায়, বিগত বছর গুলোতে কৃষকরা তাদের জমিতে রবি মৌসুমে তেমন কোন ফসল করতেন না।…

বিস্তারিত