কোরবানির গোশত বিতরণের নিয়ম

কোরবানির গোশত বিতরণের নিয়ম

কোরবানির গোশত সামাজিকভাবে বণ্টন করা হয়। এতে ধনী-গরিব, পাড়া-প্রতিবেশি ও আত্মীয় সবাই অন্তর্ভুক্ত। গোশত বণ্টনের এই রেওয়াজ ঐতিহ্যবাহী সৌন্দর্য। ইসলামের শুরু থেকেই এমনটা হয়ে আসছে। কেউ একাকী কোরবানি করলে, তার কোরবানির গোশত বণ্টনে কোনো বেগ পেতে হয় না। তিনি ইচ্ছেমতো কাউকে দিতে পারেন অথবা নিজে খেতে পারেন। আল্লাহর রাসুল (সা.) হাদিসে বলেন, ‘তোমরা খাও, জমা করে রাখো এবং দান-খয়রাত করো।’ (বুখারি, হাদিস : ৫৫৬৯; মুসলিম, হাদিস : ১৯৭২; সুনানে নাসায়ি, হাদিস : ৪৪২৬; মুআত্তা মালিক, হাদিস : ২১৩৫)   কিন্তু যখন শরিকে কোরবানি করা হয়, তখন ঠিকভাবে গোশত বণ্টনের বিষয়টি…

বিস্তারিত