কোহলি–শাস্ত্রীদের নিয়ে প্রশ্ন তুলবেন গাভাস্কার?

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ জিততে না পারলে দলে কোহলি ও শাস্ত্রীর ভূমিকা পুর্নমূল্যায়নের দাবি করেছেন সুনীল গাভাস্কার এ কেমন করমর্দন! পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর দুই দলের অধিনায়কের হাত মেলানোর দৃশ্যটা নিশ্চয়ই চোখে পড়েছে। হেরে যাওয়া বিরাট কোহলির চোখে শ্যেন দৃষ্টি, শীতল চাহনিও বলা যায়। অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের চোখে রোদচশমা থাকলেও সৌজন্যসূচক হাসিটুকু পর্যন্ত ছিল না। এক কথায় বলা চলে, শীতল করমর্দন এবং বাজে সর্ম্পকের বরফ গলেনি। অস্ট্রেলিয়ার কাছে হারের চেয়ে কোহলির আচরণ বেশি কষ্ট দিয়েছে ভারতীয় সমর্থকদের। অবশ্য ভিন্নমতও রয়েছে। কারও কারও পাল্টা যুক্তি, হারের পর কি…

বিস্তারিত