‘খোদা হাফেজ’ যেভাবে ‘আল্লাহ হাফেজ’ হলো

ইসলাম ধর্মে বিদায়ের সময় অনেকেই আল্লাহ হাফেজ ও খোদা হাফেজ শব্দবন্ধ দুটি ব্যবহার করে থাকেন। পৃথিবীর বিভিন্ন দেশে রীতিনীতির রকমফেরে একেক দেশে একেকভাবে জানানো হয় সম্ভাষণ।  বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে মুসলিম রীতিতে সম্ভাষণের নানা রকমফের। মরক্কো থেকে ইরাক পর্যন্ত বিশ্বের যে বিস্তীর্ণ ভুখণ্ডে আরবি ভাষাভাষীরা বাস করেন- তারা একে অপরের সঙ্গে দেখা হলে ‘আসসালামু আলাইকুম’, এবং বিদায় নেওয়ার সময় ‘মা’সালামা’ বলেন, তবে অঞ্চলভেদে কিছু স্থানীয় রীতিও আছে। ফারসি-ভাষায় ইরানে সাক্ষাতের সময় পরস্পরকে ‘সালাম’ এবং বিদায় নেওয়ার সময় ‘খোদা হাফেজ’ বলা হয়। বলা যেতে পারে, মুসলিমদের মধ্যে বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলার রীতি শুধু…

বিস্তারিত