চাকরিজীবী ছেলের ভিখারিনী সেই মা’য়ের পাশে ইউএনও

  মায়ের খরচ চালাতে ছোট ছেলেকে দিলেন ভ্যান নাটোর প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় চাকরিজীবী ছেলের ভিখারিনী সেই মাকে তার ৫ ছেলের দায়িত্বে দেওয়ার পর এবার নিজেই পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। মায়ের সাংসারিক সব খরচ চালাতে তারই ছোট ছেলে সাইফুল ইসলামকে দেওয়া হলো একটি ভ্যান। ভ্যান চালিয়ে উপার্জিত অর্থে নিজের খরচের পাশাপাশি মায়ের সব ধরনের খরচ চালাবেন সাইফুল। গতকাল দুপুরে উপজেলা চত্ত্বরে ভ্যান গাড়িটি নিজ হাতে সাইফুলের হাতে তুলে দেন ইউএনও। এসময় সেখানে ছিলেন প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুুরুল আলম মাসুম প্রমুখ। উপজেলার ফাগুয়াড় দিয়াড়…

বিস্তারিত