হোসেনপুরে আমের মুকুলে ছেয়ে গেছে, চারদিকে শোভাশিত ঘ্রাণ

হোসেনপুরে আমের মুকুলে ছেয়ে গেছে, চারদিকে শোভাশিত ঘ্রাণ

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার: জুঁই,চামেলি নহে বকুল! ঠিক যেন কানদুল!! চতুষ্পার্শ্ব ঘ্রাণে করেছে আকুল, সেতো, সোনার বাঙলার ফলের রাজা আমের-ই মুকুল। মাহফুজ রাজা,র আম্রকুঞ্জ কবিতার এ পঙক্তিগুলি যেন একাকার হয়ে আছে  গ্রাম্য প্রকৃতির সাথে পবনে ভেসে চলেছে আমের মুকুলের পাগল করা ঘ্রাণ। কিশোরগঞ্জের হোসেনপুরে অন্যান্য বছরের তুলনায় এ চলতি মৌসুমে গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। কোনো গাছে আমের মুকুলে ছেয়ে গেছে, আবার কোনটিতে মুকুলের হাতছানি দিচ্ছে। তবে অধিকাংশ গাছে মুকুল আসায় চারিদিকে ছড়িয়ে পড়ছে ওই মুকুলের পাগল করা ঘ্রাণ। গাছে গাছে মৌমাছির গুনগুনিয়ে গানের সুর ও বিভিন্ন পাখিদের কলকাকলিতে…

বিস্তারিত