জানাজা ও কাফন-দাফনে যেসব বিষয় জানতে হবে

জানাজা ও কাফন-দাফনে যেসব বিষয় জানতে হবে

মানুষ মরণশীল। ‘জন্মিলে মরিতে হইবে’। আল্লাহ যার জন্য যখন মৃত্যু অবধারিত করে রেখেছেন, তার তখন মৃত্যু হবেই। কোনোভাবেই মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। তাই মৃত্যুর পরের জীবনের জন্য আমল করাই উত্তম। কারও কোনো আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশি মারা গেলে, তাদের কীভাবে কাফন দিতে হবে এবং কীভাবে জানাজা ও দাফন করতে হবে— এসব জেনে রাখা জরুরি। নিম্নে এসব বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। মৃতকে গোসল দেওয়া প্রথমত মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া। কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপর যদি  ইন্তিকাল করে, তাকেও গোসল দিতে হবে এবং এটা ফরজ। আর যদি মৃতাবস্থায় ভূমিষ্ঠ…

বিস্তারিত