জান্নাতি মানুষদের ফেরেশতারা সালামের মাধ্যমে বরণ করবেন

জান্নাতি মানুষদের ফেরেশতারা সালামের মাধ্যমে বরণ করবেন

দুজন মুসলমানের সাক্ষাতে পরস্পরে সালাম বিনিময় করা নবীজির সুন্নত। সালাম অর্থ শান্তি। এর মাধ্যমে পরস্পরের শান্তি কামনা করা হয়, সম্প্রীতির পরিচয় ঘটে। সালাম আদান-প্রদান করা ইসলামের সামাজিক রীতি-সংস্কৃতিও। শান্তি ও নিরাপত্তার পয়গাম সালামের মাধ্যমে শান্তি ও নিরাপত্তার পয়গাম দেওয়া হয়। একজন মুসলমান যখন সালাম পেশ করে তখন সে অপর মুসলমানের কাছে নিরাপদ হয়ে যায়। আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা যখন আল্লাহর পথে সফর করো, তখন যাচাই করে নিও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বোলো না যে তুমি মুসলমান নও’ (সুরা নিসা : ৯৪)। এই আয়াতে সালামদাতাকে…

বিস্তারিত