জুলুমবাজরা সমাজে অভিশপ্ত,তবোও থামছে না জুলুম।

জুলুমবাজরা সমাজে অভিশপ্ত,তবোও থামছে না জুলুম।

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : “সমাজ আজ গুমরো মলিন, দাপটিদের রোষানলে। কাঁদবেরে আর কতদিন, এরা কি মানুষ না গরিব বলে” নাটক সিনেমায় যখন অসহায় মানুষের উপর নিপীড়নের চিত্র দেখা যায়,দর্শকদের চোখের পানি আড়াল করা যায় না,আবার জুলুমবাজদের জুলুম যখন চরমে হয় যা সহ্য সীমার বাহিরে দর্শক নিজেকে ধরে রাখতে না পারলে তাৎক্ষণিক মনে করে নেন এটা অভিনয় বাস্তব না।কিন্তু অন্তর্ফাটা আর্তচিৎকারের মত বহু ঘটনা দৈনন্দিন হচ্ছে একটু চোখের নজর প্রসারিত করলেই পাওয়া যায়,যা নাটক বা সিনেমাকেও হার মানায়।বদমেজাজের অনুকূলে নিয়ে গেছে সমাজ ব্যবস্থা যার সঙ্গ দিচ্ছে হয়ত বহু নির্ভরশীল…

বিস্তারিত