টাঙ্গাইলে নাগরপুরে হারুনের হাতে ‘রঙিন’ স্কুল

টাঙ্গাইলে নাগরপুরে হারুনের হাতে ‘রঙিন’ স্কুল

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- স্কুল ভবনের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, বর্ণমালা। মাঠের একপাশে বাংলাদেশের মানচিত্র। আঁকা হয়েছে জাতীয় সংসদ ভবনও। আরো আছে ‘ছাদ বাগান’। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে এমন দৃষ্টিনন্দন করে সাজিয়েছেন বিদ্যালয়টির দপ্তরি কাম নৈশপ্রহরী হারুন অর রশিদ। করোনার ছুটির পুরো সময়টা তিনি এ কাজে ব্যয় করেছেন। এতে বিদ্যালয়সংশ্লিষ্টরাসহ এলাকাবাসী খুবই খুশি। স্থানীয়রা জানান, হারুন বেশি পড়ালেখা করতে পারেননি। আঁকাআঁকিও শেখেননি কারো কাছে। কিন্তু তাঁর ইচ্ছাশক্তিই তাঁকে ‘শিল্পী’ বানিয়েছে। তিনি তাঁর কর্মস্থলকে শুধু আগলেই রাখছেন না, সুন্দর করে সাজিয়েও তুলেছেন।…

বিস্তারিত