টেস্ট দিয়ে যখন টি-টোয়েন্টির ‘টেস্টিং

টি-টোয়েন্টির অনুশীলন সারতেই শেষ টেস্টে ডাকা হয়েছিল সাব্বিরকে। ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।  সিরিজের দ্বিতীয় টেস্টে ভয়াবহ ব্যাটিং করেছে বাংলাদেশের সব ব্যাটসম্যানই।টেস্ট মানে কী? অভিধান জানাচ্ছে পরখ করে দেখা। স্কুলজীবনে টেস্ট শব্দটার একটা বিশেষ মানে ছিল। তখন টেস্ট বলতে একটা জিনিসই বোঝানো হতো, এসএসসি পরীক্ষা দেওয়ার টিকিট। ওতে পাস-ফেলেই নির্ধারিত হতো আসল পরীক্ষায় বসা হবে কার! বাংলাদেশি মানেই হয়তো তাই ভেবে নেন, টেস্ট মানে হলো আসল পরীক্ষার আগের ধাপ। অতটা গুরুত্ব না দিলেও চলে, আসল ব্যাপার তো পরে! মিনহাজুল আবেদীন তো বাংলাদেশিই, তাঁর পাসপোর্টের রংটাও নিশ্চয় সবুজ। তো অমন চিন্তা…

বিস্তারিত